আজ-
Bangla Live Radio Station Theme

Labels

Google Add

আজ আজীবন সম্মাননা পাচ্ছেন লাকী আখান্দ

নিজস্ব প্রতিনিধি
Sunday, September 20, 2015
Last Updated 2022-10-27T06:20:40Z
Google Add Code Here
বরেণ্য সুরকার ও কণ্ঠশিল্পী লাকী আখান্দকে আজীবন সম্মাননা প্রদান করছে গান প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা। বাংলা সংগীতে তার অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে- এমনটাই জানান প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর টিসিবি অডিটরিয়ামে এই সম্মননা প্রদানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। লাকী আখান্দ এখন ব্যাংককে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে আজীবন সম্মাননার ক্রেস্ট গ্রহণ করবেন তার বোন।

আজ আজীবন সম্মাননা পাচ্ছেন লাকী আখান্দ

বরেণ্য সুরকার ও কণ্ঠশিল্পী লাকী আখান্দকে আজীবন সম্মাননা প্রদান করছে গান প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা। বাংলা সংগীতে তার অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে- এমনটাই জানান প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর টিসিবি অডিটরিয়ামে এই সম্মননা প্রদানের আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। লাকী আখান্দ এখন ব্যাংককে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে আজীবন সম্মাননার ক্রেস্ট গ্রহণ করবেন তার বোন। এই সম্মাননা অনুষ্ঠানে জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে ঈদ উপলক্ষে ৩০টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। 

থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর সকালে ব্যাংককের পায়াথাই হাসপাতালে লাকী আখান্দ এর শরীরে সফল অস্ত্রোপচার করা হয়। হাসপাতালটির ক্যান্সার বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এরইমধ্যে শরীরে অন্যান্য জায়গায় এটি ছড়িয়ে পড়েছে। 

লাকী আখান্দ কালজয়ী অসংখ্য সুরের স্রষ্টা। ‘আমায় ডেক না’, ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘মামনিয়া’, ‘কে বাঁশি বাজায় রে’ গানগুলোতে তার ছোঁয়া পাওয়া গেছে। এ ছাড়া তার হাত ধরেই দেশের অনেক বরেণ্য শিল্পী সংগীতাঙ্গনে উঠে এসেছেন।

বরেণ্য সুরকার ও কণ্ঠশিল্পী লাকী আখান্দকে আজীবন সম্মাননা প্রদান করছে গান প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা। বাংলা সংগীতে তার অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে- এমনটাই জানান প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর টিসিবি অডিটরিয়ামে এই সম্মননা প্রদানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। লাকী আখান্দ এখন ব্যাংককে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে আজীবন সম্মাননার ক্রেস্ট গ্রহণ করবেন তার বোন। এই সম্মাননা অনুষ্ঠানে জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে ঈদ উপলক্ষে ৩০টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর সকালে ব্যাংককের পায়াথাই হাসপাতালে লাকী আখান্দ এর শরীরে সফল অস্ত্রোপচার করা হয়। হাসপাতালটির ক্যান্সার বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এরইমধ্যে শরীরে অন্যান্য জায়গায় এটি ছড়িয়ে পড়েছে। লাকী আখান্দ কালজয়ী অসংখ্য সুরের স্রষ্টা। ‘আমায় ডেক না’, ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘মামনিয়া’, ‘কে বাঁশি বাজায় রে’ গানগুলোতে তার ছোঁয়া পাওয়া গেছে। এ ছাড়া তার হাত ধরেই দেশের অনেক বরেণ্য শিল্পী সংগীতাঙ্গনে উঠে এসেছেন।

iklan
মন্তব্য
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl

Google Add